আপনার বাকেট লিস্ট এ এই পারফিউম গুলো আছে তো ?
পারফিউম বা সুগন্ধি কার না ভালো লাগে? মন মাতানো গন্ধে নিজেকে মনে হয় সতেজ এবং পরিপূর্ণ।
বাজারে বহুল প্রচলিত অসংখ্য ব্রান্ডের পারফিউমের মধ্যে গুটি কয়েক পারফিউম আছে যেগুলো ট্রাই না করলে ষোল আনাই বৃথা।
গুচ্চি ব্লুম পারফিউম – গুচ্চির লেটেস্ট পারফিউম যার নাম ” গুচ্চি ব্লুম” ক্রেতাদের মন জয় করে নিয়েছে এর মোহনীয় গন্ধ এবং তার নজরকারা প্যাকেজিং দিয়ে। আপাতত এই সুগন্ধিটি রয়েছে সবার পছন্দের শীর্ষতালিকায়।
তাই পড়তে থাকুন আর মিলাতে থাকুন কোনগুলো অলরেডি ব্যবহার করা শেষ আর যেগুলো ব্যবহার করা হয়নি এখনি এড করে ফেলুন বাকেট লিস্টে!
লাল রংঙের ফ্লোরাল ডিজাইনের বক্স এর ভেতর সুদিং গোলাপি রংঙের ১০০ এম.এল-এর এই পারফিউম বোতলটি যেমন দেয় মন মাতানো গন্ধ তেমনি এর প্যাকেজিং বাড়িয়ে তুলে ড্রেসিং টেবিলের সৌন্দর্য টা।
অন্যান্য সুগন্ধির তুলনায় এটির বিশেষত্ব হচ্ছে,এর ইউনিক ড্রিমি হোয়াইট ফ্লোরাল এসেন্সটি এবং শুধুমাত্র এটুকুই নয় এই সেট টিতে পারফিউমের পাশাপাশি আরো রয়েছে একটি ফ্রাগরেন্স এবং বডি লোশন!
টম ফর্ড ভ্যানিল ফ্যাটাল– ভ্যানিলা স্মেল লাভারদের জন্য টম ফর্ড ভ্যানিল ফ্যাটাল পারফিউমটি একটি মাস্ট ইউজ পারফিউম।
ডার্ক ব্রাউন কালারের ৫০ এম.এল-এর বোতলের এই পারফিউমটির গন্ধ ক্রিমি ভ্যানিলা,এবং স্যাফ্ররনের মিক্সচারের এসেন্সে তৈরি।
গন্ধটা ঝাঁঝালো প্রকৃতির হওয়ায় একবার স্প্রে করলেই অনেক্ষণ স্থায়ী হয়ে থাকে। এজন্য পারফিউমটি মাত্র ৫০ এম.এল-এর হলেও খুব তাড়াতাড়ি শেষ হওয়ার ভয় থাকে না!
মার্ক জ্যাকবস ফ্রাগরেন্সেস ডেইজি – মার্ক জ্যাকবস পুরো পারফিউম সিরিজের মধ্যে সবার অন্যতম পছন্দের পারফিউম এটি।
পারফিউমটির মনোমুগ্ধকর ফ্লোরাল ফ্রেশ ফ্রুটের এসেন্সটির ইয়াং এবং ফ্রেশ ফিলিং দেয়া স্মেলই হচ্ছে এর মূল বিশেষত্ব।
দৈনন্দিন ব্যবহারের জন্য এবং যারা একটু এক্সট্রা ফেমিনিন টাচ চান তাদের জন্য একটি আদর্শ পারফিউম এটি। সুন্দর গন্ধের পাশাপাশি এর প্যাকেজিংটাও নজরকাড়া।
হাল্কা গোলাপি রঙের সিম্পল কাচের বোতলটিকে আকর্ষনীয় করে তুলেছে ঢাকনায় এটে থাকা রঙ বেরঙ্গের কয়েকটি প্লাস্টিক ডেইজি ফুল।
যারা একদম নতুম পারফিউম ব্যবহারকারী, তাদের জন্য এটা রেকোমেন্ডেড!
স্যানাল কোকো পারফিউম – ট্রেন্ডি এবং ফ্যাশনেবল মহিলাদের পারফিউমের কালেকশন স্যানালের পারফিউম ছাড়া অপূর্ণ।
স্যানাল পারফিউম সিরিজের নতুন সংযোজন এর কোকো পারফিউম। যা ফ্যাশন সচেতন এবং আভিজাত্য পছন্দকারি মহিলাদের জন্য একটি মাস্ট ট্রাই পারফিউম।
২০০ এম.এল-এর পারফিউমের এই বোতলটিতে তেমন জাকজমকপূর্ণ কোন বাহ্যিক কারিগরী নেই জাস্ট নরমাল চারকোনা কাচের বোতল এবং সাদা গোলাকার ঢাকনা।
মিনিমালিস্ট ডিজাইন হলেও সফিস্টিকেটেড একটা টাচ আছে যা নজর এড়িয়ে যায় না কারো।
কোকো পারফিউমটির স্মেল অনেকটা সার্প সিট্রাস ফ্লেভারের। স্প্রের শুরুতে কড়া সিটরাসের গন্ধ থাকলেও সময়ের সাথে তা ধীরে ধীরে ফ্লোরাল ভ্যানিলা টাইপ গন্ধে পরিবর্তিত হয়।
ভিক্টোরিয়া’স সিক্রেট বম্ব সেল– ভিক্টোরিয়া’স সিক্রেটের পারফিউম কম বেশি সকলেরই উইশলিস্টের একটি অংশ।
ভিক্টোরিয়া’স সিক্রেটের সকল পারফিউমের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত এবং সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত পারফিউম হচ্ছে এর বম্ব সেল সুগন্ধিটি। এর গন্ধটি মূলত পিওনিস, প্যাশন ফ্রুট এবং ভ্যানিলা অর্কিডের কম্বিনেশন।
গোলাপি রঙের ষড়ভুজাকৃতি বোতলের মধ্যে ১০০ মি.লি র এই সুগন্ধি মন কেড়ে নেয় যে কারো। এবং দামটা সাধ্যের মধ্যে হওয়ায় কিনতেও দ্বিধা হয় না কারো।
দি বডি শপ হোয়াইট মাস্ক – কমপ্লিট স্কিন কেয়ারের জন্যই মূলত বডি শপের প্রোডাক্টগুলো সর্ব পরিচিত। এর সব পারফিউম গুলোর মধ্যে হোয়াইট মাস্ক পারফিউমটির চাহিদা কিঞ্চিত বেশি।
তার কারণ এর ভেল্ভেটি ফ্রাগরেন্স দিন কিংবা রাতের যেকোন সময়ের সাথে পারফেক্টলি সেট হয়ে যায়।
তাছাড়াও ৬০ এম.এল-এর মিনিম্যালিস্ট ডিজাইনের এই পারফিউমটি বাজারে বেস্ট মাস্ক ফ্রাগন্যান্স হিসেবে ক্রেতাদের মন জয় করে নিয়েছে।
কমডিটি রেইন পারফিউম– পারফিউম লাভারদের জন্য আরেকটি মাস্ট ট্রাই পারফিউম হচ্ছে কমডিটি রেইন পারফিউমটি।
এর ফ্লোরাল এবং একুয়াটিক মিক্স-এর স্মেল আপনাকে মনে করিয়ে দেবে বৃষ্টিস্নাত দিনের কথা। মেঘাচ্ছন্ন বৃষ্টির দিনের জন্য পারফেক্টলি স্যুটেবল একটি পারফিউম এটি!
সাধারণত পারফিউমের বোতল বহন করা বেশ কষ্টসাধ্য। পাশাপাশি এতো সুন্দর সুন্দর নজর কাড়া বোতল বহন করতে গিয়ে ভেঙ্গে বা নষ্ট হয়ে যেতে পারে।
তাই এই ঝামেলার কথা মাথায় রেখে কেয়ার মি আপনাদের জন্য এনেছে পারফিউম অ্যাটোমাইজার। এর সাহায্যে আপনি খুব সহজেই শুধু পারফিউম বহন করতে পারবেন. না বরং ব্যবহারও করতে পারবেন।
ওজনে হালকা বলে চাইলেই একাধিক অ্যাটোমাইজারে সঙ্গে রাখতে পারবেন দুই-তিনটি ব্র্যান্ডের পারফিউম। চাইলেই অর্ডার করতে পারেন এই লিংক থেকে।
Sample Block Quote
Praesent vestibulum congue tellus at fringilla. Curabitur vitae semper sem, eu convallis est. Cras felis nunc commodo loremous convallis vitae interdum non nisl. Maecenas ac est sit amet augue pharetra convallis nec danos.
Sample Paragraph Text
Praesent vestibulum congue tellus at fringilla. Curabitur vitae semper sem, eu convallis est. Cras felis nunc commodo eu convallis vitae interdum non nisl. Maecenas ac est sit amet augue pharetra convallis nec danos dui.
Cras suscipit quam et turpis eleifend vitae malesuada magna congue. Damus id ullamcorper neque. Sed vitae mi a mi pretium aliquet ac sed elitos. Pellentesque nulla eros accumsan quis justo at tincidunt lobortis denimes loremous. Suspendisse vestibulum lectus in lectus volutpat, ut dapibus purus pulvinar. Vestibulum sit amet auctor ipsum.