নারীদের চোখে আকর্ষণীয় ৭টি পৌরুষদীপ্ত পারফিউম
নারীদের সৌন্দর্য বর্ণনায় উঠে আসতে পারে তার বাহারি অলংকার, পোশাক, চকচকে জুতা জোড়া কিংবা আলগোছে খোঁপায় গেঁথে দেয়া সুন্দর একটি কাঁটা।
কিন্তু একজন পুরুষের বিশেষত্ব কী? পুরুষদের জন্য আদৌ কি কোন প্রসাধনী আছে যা একজন নারীকে আকৃষ্ট করতে পারে? নাকি পুরুষেরা কেবলই নারীর জন্য মুগ্ধ হতে এসেছেন, মুগ্ধ করতে নয়!
পুরুষদের জন্যেও অনেকগুলো প্রসাধনী সামগ্রী রয়েছে যা হাজার মানুষের ভিড়েও একজন নারীকে আকৃষ্ট করতে পারে। আর সেই প্রসাধনী হলো পারফিউম বা সুগন্ধি।
বাইরের প্রচণ্ড রোদ বা ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা জ্যামে হঠাৎ যখন পাশে এমন কোন পুরুষের উপস্থিতি টের পাওয়া যায়, যে সতেজ ও প্রাণবন্ত সুগন্ধ ছড়াচ্ছে, ওই মুহূর্তে তাকে দেবদূতই মনে হয় বৈকি!
চলুন তবে দেখে নেয়া যাক এমন কিছু সুগন্ধির নাম যেগুলো নারীদের উপরে করা জরিপে শীর্ষস্থানে উঠে এসেছে।
১. Nautica Voyage
৩.৪ আউন্স বা ১০০ মিলির এই বোতলে রয়েছে পছন্দের শীর্ষে থাকা পারফিউম। এর সুঘ্রাণ কিছুটা ফ্রুটি বলে দাবি করেছেন ব্যবহারকারীরা।
নারীদের মতে, খুব বেশি স্পাইসি নয় বরং সকালের স্নিগ্ধতার মতো এক ধরনের প্রশান্তি রয়েছে এই পারফিউমের ঘ্রাণে। এতে মূলত কাঁচা আপেলের সুগন্ধ পাওয়া যায়।
১০০ মিলি বোতলের মূল্য ১৬.৯৯ইউএস ডলার।

২. Creed Aventus
অ্যাভেনটাস তৈরি হয়েছিলো অলিভিয়ার ক্রিড ষষ্ঠ এবং এরউইন ক্রিডের সপ্তম প্রজন্মের হাত ধরে।
এটি ২০১০ সালে প্রথম বাজারে আসে এবং এরপরে আর ফিরে তাকাতে হয়নি। ১২০ মিলির এই পারফিউমটি এখন এর আনারস, আপেল, গোলাপ, জেসমিন, ভ্যানিলা ছাড়াও আরও বেশকিছু ফ্লেভারে বাজারে পাওয়া যায়।

৬১৪৩ জন নারীদের মতের উপর ভিত্তি করে এই পারফিউমের রেটিং ৪.৬৫/৫। মূল্য প্রায় ১১০ ইউএস ডলার।

৩. Gucci Guilty
এই ‘গিলটি’ কিন্তু আপনাকে অপরাধী করে তুলতেই পারে! ফ্রিডম লাভার যে কোন পুরুষের তালিকায় থাকতে পারে এই পারফিউম।
উদ্যমী ঘ্রাণ নিয়ে এই পারফিউম যেকোনো স্থানে আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে বহুগুণে! ল্যাভেন্ডার, লেমন, অরেঞ্জ ব্লসম, গ্রিন লিভস এই পারফিউমের সিগনেচার ফ্লেভার।
৩ আউন্সের আকর্ষণীয় বোতলের এই পারফিউমের মূল্য মাত্র ৬০ ইউএস ডলার। সারাবিশ্বে এর ইউজার স্কোর ৮২%!

৪. JIMMY CHOO Man Intense
এই পারফিউমকে ‘তীব্রতা’ এর খেতাব দেয়া হলেও হালকা সুবাস হিসাবে এর খ্যাতি অনেক বেশি। এই পারফিউমকে ‘লেডি কিলার’ পারফিউমও বলা হয়ে থাকে।
ল্যাভেন্ডার এবং হানি ডিউ এর আকর্ষণীয় মিশ্রণে, হালকা ঝাঁঝালো গন্ধের এই পারফিউমটি মস্তিষ্কে অন্যরকম আলোড়ন সৃষ্টি করে বলে অনেকেই দাবি করেছেন!
৩.৩ আউন্সের নজরকাড়া কালোও ধূসর রঙের এই বোতলের পারফিউমের মূল্য ৯০ ইউএস ডলার।

৫. Guess
জাদুকরী, চিত্তাকর্ষক, ম্যাগনেটিক পুরুষদের জন্য কাঠের সুগন্ধির ছোঁয়া এনেছে এই পারফিউমটি। বাজারে নতুন আসলেও ইতোমধ্যেই নারীদের পছন্দের অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই সুগন্ধিটি।
বাদাম-দুধ, ম্যান্ডারিন, প্যাচুলি ইত্যাদি আরও কিছু ফ্লেভারে এটি পাওয়া যাচ্ছে। খুবই মৃদু এবংশান্ত ঘ্রাণ হওয়ায় ফরমাল বা ক্যাজুয়াল যে কোনো প্রোগ্রামে ব্যবহার যোগ্য।
হালকা নীল রঙের কাঁচের বোতলের সঙ্গে দুই শেড গাঢ় আকর্ষণীয় নীল ক্যাপ সহ এই বোতলে থাকে ৩.৪আউন্স পারফিউম এবং এরমূল্য মাত্র ২৮.২১ ইউএস ডলার।

৬. Gentlemen Only Givenchy
গিভেঞ্চির আরেকটি জাদুকরী সৃষ্টি হলো জেন্টলম্যান অ্যাবসল্যুট। দারচিনি, জাফরান, জয়ফল, ভ্যানিলা এবং চন্দনকাঠের মতো আরও কিছু সুন্দর ফ্লেভারে এই পারফিউমটি প্রথম বাজারে আসে ২০১৬ সালে।
এই পারফিউমটি স্পাইসি নয় তবুও ভীষণ আকর্ষক বলে দাবি করেন অধিকাংশ নারীই। আকর্ষণীয় লাল-কালোর মিশেলে মোড়কে থাকা ১.৭ আউন্সের পারফিউম পাচ্ছেন মাত্র ৫৯.৬২ ইউএস ডলারে!

সর্বশেষ, কিন্তু বিশেষঃ
৭. 1 Million Lucky
পারফিউম ব্যবহারের জন্যেও যে বিশেষ সময় আছে সেই ধারনা আপনার মধ্যে জন্মাবে কেবল মাত্র এটি ব্যবহার করার পরেই।
দিনের কোলাহলের সাথে যেন এই পারফিউমটি খাপ খায় না। যেকোনো অনুষ্ঠানে ব্যবহার্য। তবে রাতের যেকোনো বড়সড় আয়োজনে আপনি হয়ে উঠতে পারেন মধ্যমণি।
নামেই এই পারফিউমের পরিচয়! ১ মিলিয়নে একজন হতে কেনা চায়! ৫০মিলি এর পারফিউমের দাম প্রায় ৫৪ ডলার এবং ১০০মিলি বোতলের দাম ৬৭ ডলার।
মিলিয়নে এক জন হবার মূল্য যদি এইটুকুই হয়, তবে কেন নয়!

হেজেলনাট, মধু এবং ফ্রেশ বরই এর সুবাস দেয়া এই পারফিউমটি আপনার পছন্দের তালিকায় থাকছে তো?
সাধারণত পারফিউমের বোতল বহন করা বেশ কষ্টসাধ্য। পাশাপাশি এতো সুন্দর সুন্দর নজর কাড়া বোতল বহন করতে গিয়ে ভেঙ্গে বা নষ্ট হয়ে যেতে পারে।

তাই এই ঝামেলার কথা মাথায় রেখে কেয়ার মি আপনাদের জন্য এনেছে পারফিউম অ্যাটোমাইজার। এর সাহায্যে আপনি খুব সহজেই শুধু পারফিউম বহন করতে পারবেন না বরং ব্যবহারও করতে পারবেন।
ওজনে হালকা বলে চাইলেই একাধিক অ্যাটোমাইজারে সঙ্গে রাখতে পারবেন দুই-তিনটি ব্র্যান্ডের পারফিউম। চাইলেই অর্ডার করতে পারেন এই লিংক থেকে।
সারা বিশ্বে নারীদের মতামতে উঠে এসেছে এই পারফিউম গুলোর নাম। এগুলোর সুঘ্রাণ আপনাকে হয়তো দেবে অন্য রকম আকর্ষণীয়তা। আপনি হয়ে উঠবেন আরও আত্মবিশ্বাসী এবং সতেজ প্রতিদিন। সকালের শুভ্রতার মতো সারাটি দিন থাকুক ফ্রেশ, এই পারফিউমগুলোর কোনো একটি দিয়েই!
Sample Block Quote
Praesent vestibulum congue tellus at fringilla. Curabitur vitae semper sem, eu convallis est. Cras felis nunc commodo loremous convallis vitae interdum non nisl. Maecenas ac est sit amet augue pharetra convallis nec danos.
Sample Paragraph Text
Praesent vestibulum congue tellus at fringilla. Curabitur vitae semper sem, eu convallis est. Cras felis nunc commodo eu convallis vitae interdum non nisl. Maecenas ac est sit amet augue pharetra convallis nec danos dui.
Cras suscipit quam et turpis eleifend vitae malesuada magna congue. Damus id ullamcorper neque. Sed vitae mi a mi pretium aliquet ac sed elitos. Pellentesque nulla eros accumsan quis justo at tincidunt lobortis denimes loremous. Suspendisse vestibulum lectus in lectus volutpat, ut dapibus purus pulvinar. Vestibulum sit amet auctor ipsum.