নিরঝঞ্ঝাট ভ্রমনের টিপস এন্ড ট্রিক্স!
শীত তো চলেই এসেছে। ঘরে ঘরে সবাই প্রস্তুত হচ্ছেন ব্যাগ প্যাক নিয়ে । গন্তব্য কক্সবাজার, বান্দরবান, সেন্ট মার্টিন, সুন্দরবন। ট্যুর হোক একদিনের অথবা দুই দিনের সাথে করে নিতে হয় অনেক কিছু।
ব্যাগ প্যাকের একটি মাত্র চেম্বারে কিভাবে জামা কাপড়, মেকআপ সামগ্রী, ক্রিম, শ্যাম্পু, তেল, কন্ডিশনার, জুতা গুছিয়ে নিবেন এই নিয়ে ভাবছেন?
তাহলে এই লেখাটি আপনার জন্যই! এখানে উল্লিখিত সামগ্রীগুলো আপনার সময় এবং ব্যাগ প্যাকের জায়গা দুটোই বাঁচাবে।
পোর্টেবল টয়লেট্রিজ সেট
দুই তিন দিনের জন্য বেড়াতে যাওয়ার মানে সাথে করে শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াস, লোশন, ক্রিম, লিপ বাম, তেল আরো কত কিছু নেওয়ার ঝক্কি।
পুরো কন্টেইনার নিতে গেলে একে তো ব্যাগ হয়ে যায় ভারী অন্যদিকে জায়গা হয় না অন্যান্য দরকারী জিনিসগুলোর আবার না নিলে নিজের হাইজিন নিয়ে করতে হবে কম্প্রোমাইজ !
এসব প্রোডাক্ট গুলো সহজে দরকার অনুযায়ী সাথে নিতে পারবেন পোর্টেবল টয়লেট্রিজ সেট এর সাহায্যে।
টয়লেট্রিজ সেট টা তে আছে বিভিন্ন সাইজের, ধরণের কন্টেইনার যা ব্যবহার অনুযায়ী কসমেটিকস গুলো ভাগ করে নেওয়ার সুযোগ করে দেয় এবং হ্যান্ডব্যাগ/ ব্যাগ প্যাকেও দখল করে ছোট্ট একটু জায়গা!

ওয়াটার প্রুফ মোবাইল ব্যাগ
কক্সবাজার কিংবা যেকোন বীচে কিংবা সুইমিং পুলে নামার সময় সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় সাধের মোবাইল ফোনটাকে রাখা নিয়ে যেহেতু পানি ফোনের যম।
কিন্তু সাথে যদি থাকে ওয়াটার প্রুফ মোবাইল ব্যাগ তাহলে করতে হবে না
আর ফোনকে নিয়ে চিন্তা। এই মোবাইল ব্যাগটির বিশেষত্ব হচ্ছে, এর ভিতরে আপনার ফোন থাকবে পানি থেকে সুরক্ষিত, ট্রান্সপারেন্ট হওয়ায় অনায়াসেই নিতে পারবেন আন্ডারওয়াটার সেলফি!
মোবাইল ব্যাগটি সহজে গলায় ঝুলিয়ে বা হাতে পেচিয়ে নিয়ে নির্ভয়ে নেমে যেতে পারবেন সমুদ্রে কিংবা সুইমিংপুলে!

মেকআপ ইরেজার
সারাদিনের ঘোরাঘুরি, ছবি তোলা শেষে ক্লান্ত হয়ে হোটেল ঘরে ফিরে প্রথমেই যে বিরক্তিকর কাজটা করতে হয় তা হচ্ছে মেকআপ রিমুভ করা।
ঠিক মতো মেকআপ উঠানোর জন্য ক্লিনসার, কটন বল, টোনার আরও কত কিছু ব্যবহার করতে হয়। অন্যদিকে অন্যদিকে এতকিছু সাথে করে নিতে গিয়ে ব্যাগ প্যাকটাও হয়ে যায় ভারী।
এসব ঝামেলা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন মেকআপ ইরেজার। মেকআপ ইরেজারটি হচ্ছে মূলত একটি টাওয়েল।
অন্য টাওয়ালের সাথে এর পার্থক্য হচ্ছে এর সাথে একটু খানি পানি মিলিয়ে খুব সহজে অল্প সময়ের মধ্যেই তুলে ফেলতে পারবেন আপনার সকল মেকআপ।একবার ব্যবহার শেষে টাওয়ালটি ধুয়ে পরবর্তিতে ব্যবহার করতে পারবেন আবারো!

পোর্টেবল সু বক্স
কোথাও ঘুরতে গেলে বেশি লাগেজ থাকাটা অনেক ঝক্কি ঝামেলার ব্যাপার হওয়ায় সবাই ব্যাগ প্যাকটাকেই প্রাধান্য দেয় ।
এক চেম্বারেই জামা কাপড়, মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা, শুকনো খাবার এবং অন্য ব্যবহার্য জিনিসগুলো নেওয়া গেলেও জুতো জোড়া তো আর নেওয়া যায় না।
ড্রেসের সাথে মিলিয়ে নিজের পছন্দের জুতো জোড়া নিতে যেন আর বিপাকে না পরতে হয় সেজন্য আপনি ব্যবহার করতে পারেন পোর্টেবল সু বক্স। এই বক্সটির বিশেষত্ব হচ্ছে এটি ওয়াটারপ্রুফ এবং ওজনে হালকা।
তাই জুতা থাকে সুরক্ষিত এবং ব্যাগ প্যাকের অন্য সকল জিনিসের সাথে একসাথে রাখা যায় খুব সহজেই !

কম্প্যাক্ট ট্র্যাভেল টেবিলওয়্যার
ঘুরতে গেলে একটু পর পরই এটা সেটা খাওয়া হয়। ব্যাগ প্যাকে এত জিনিসের ভীরে চামচ, বটল ওপেনার কোথায় হারিয়ে যায় পরে দরকারের সময় আর পাওয়া যায় না।
কম্প্যাক্ট ট্র্যাভেল টেবিল ওয়্যারে থাকছে একটি চামচ, একটি কাটা চামচ, একটি বটল ওপেনার এবং একটি ফ্রুট নাইফ। কম্প্যাক্ট হওয়ায় ব্যাগের সবচেয়ে ছোট চেম্বারেও অনায়াসেই রাখা যায়।

ডিস্পোসেবল ফেইস টাওয়েল
ঘুরতে বের হলে রোদ, গরম, ধুলোবালি তে মুখ চিটচিটে হয়ে যায়।
বার বার রুমাল ভিজিয়ে মুখ ধুয়ে নিলেও পরবর্তীতে রুমাল শুকানো নিয়ে পরতে হয় সমস্যায়। ঘুরাঘুরির সময়টায় মুখের ফ্রেশনেস অটুট রাখতে সাথে রাখতে আপনার চাই ডিস্পোসেবল ফেইস টাওয়াল।
আলাদা আলাদা ছোট প্যাকেটে টাওয়াল গুলো থাকায় খুব সহজেই পকেটে কিংবা ব্যাগে রাখা যায়।
ব্যবহারের সময় পানিতে ভেজালেই ওয়েট টিস্যুর মত কাজ করে কিন্তু দামটা ওয়েট টিস্যুর তুলনায় অনেক কম এবং ব্যবহার শেষে ইজিলি ডিস্পোসেবল এই একটি টিস্যুতেই চলে যাবে পুরো দিন !

ম্যাজিক পাউচ ব্যাগ
ঘোরাঘুরি অপূর্ণ থাকে যদি মনের মতো ছবি না তোলা যায়। তাই নিজের পছন্দের লিপস্টিক, ফেস পাউডার, মাসকারা, ফাউন্ডেশন, আইলাইনার আরো কত কিছু রাখতে হয় সাথে হ্যান্ড ব্যাগে যত গুছিয়েই রাখা হোক না কেন দরকারের সময় এদের খুঁজে পাওয়া দায়।
এই খোঁজাখুঁজির ঝামেলা থেকে বাঁচতে সাথে রাখতে পারেন ম্যাজিক পাউচ ব্যাগ। পাউচ ব্যাগটির সুবিধা হচ্ছে এটি খোলার সাথে সাথেই এক নজরে পেয়ে যাবেন আপনার কাংক্ষিত কসমেটিকস প্রোডাক্টটিকে।
এতে করে বাঁচবে আপনার সময় এবং ছবি তোলার জন্য আপনি ইন্সট্যান্টলি রেডি!

তাই আর নয় চিন্তা, ব্যাগ প্যাক নিয়ে বরং বেড়িয়ে পড়ুন বন্ধুদের সাথে নতুন সব এডভেঞ্চারে!
Sample Block Quote
Praesent vestibulum congue tellus at fringilla. Curabitur vitae semper sem, eu convallis est. Cras felis nunc commodo loremous convallis vitae interdum non nisl. Maecenas ac est sit amet augue pharetra convallis nec danos.
Sample Paragraph Text
Praesent vestibulum congue tellus at fringilla. Curabitur vitae semper sem, eu convallis est. Cras felis nunc commodo eu convallis vitae interdum non nisl. Maecenas ac est sit amet augue pharetra convallis nec danos dui.
Cras suscipit quam et turpis eleifend vitae malesuada magna congue. Damus id ullamcorper neque. Sed vitae mi a mi pretium aliquet ac sed elitos. Pellentesque nulla eros accumsan quis justo at tincidunt lobortis denimes loremous. Suspendisse vestibulum lectus in lectus volutpat, ut dapibus purus pulvinar. Vestibulum sit amet auctor ipsum.